প্রস্তাব

আমাদের ফোটোগ্রাফির একটা ক্লাব আছে। ২০০৬ সালে আমরাই সেটা প্রতিষ্ঠা করি। যেহেতু একাধিক মানুষ একসাথে চলতে গেলে সবার জন্য গ্রহণযোগ্য কিছু নিয়ম-কানুন মানতে হয় তাই আমরা একটি গঠনতন্ত্রও লিখি। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সংযোজন সংশোধন তাতে করা হয়েছে। মূল কথা সেটা যেন আমাদের সবার জন্য সুবিধাজনক হয়, আমাদের কাজকর্ম করার পথ সহজ করে। কারণ গঠনতন্ত্র আমাদের চলাকে সহজ করার জন্য। আর এই পরিবর্তন করেছি বাস্তব অভিজ্ঞতার আলোকে।

বাংলাদেশের বিগত তেপান্ন বছরের রাজনীতির ইতিহাস থেকে দেখি যারাই ক্ষমতা হারায় তারাই নবনির্বাচিত সরকারের বিশেষ আতিথ্যে দিনযাপন করে। নবাগত সরকার বিদায়ী সরকারকে এতটাই ভালোবাসে যে সহজে ছাড়তে চায় না, এমনকি যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য তাদের ২৪ ঘন্টা কড়া নজরদারিতে রাখে। এসব কথা মাথায় রেখে সংবিধানে একটি নতুন বিধি সংযোজন করা যায়। বিদায়ী সরকারকে বাধ্যতামূলক ভাবে জেলের ভাত খেতে হবে। এর মেয়াদ বিগত দিনের শাসনামলে তাদের কাজকর্ম দ্বারা নির্ধারিত হবে, তবে কোন মতেই ৪ বছরের বেশি হবে না যাতে তারা পরবর্তী নির্বাচনের অংশগ্রহণ করার জন্য সার্বিক ভাবে প্রস্তুতি নিতে পারে। এতে করে দুর্নীতি করার প্রবণতা কমবে বলে আশা করি।

দুবনা, ২৮ সেপ্টেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১