প্রশ্ন
প্রাচীন কাল থেকেই লক্ষ্য অর্জনে মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে কিছু না কিছু উৎসর্গ করত। এক সময়ে নরমেধ যজ্ঞ করা হত। পরে সেটা গোমেধ, অশ্বমেধ ইত্যাদি যজ্ঞে রূপান্তরিত হয়। এখন তো মানুষ পাঁঠা, মুরগি এমনকি কুমড়া পর্যন্ত বলি দেয়। এটা মনে হয় আধুনিকতার লক্ষণ।
তবে এই বাংলায় মানুষের রক্ত ছাড়া মনে হয় কোন লক্ষ্যই অর্জিত হয় না। পাকিস্তান আমলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পায়, একাত্তরে দেশ স্বাধীন হয়, তিরাশিতে মজিদ খানের শিক্ষানীতি বাতিল হয়, ২০২৪ এ কোটা সংস্কার হয়। একাত্তর বাদে এ সবই হতে পারত আলোচনার ভিত্তিতে, কোন রক্তপাত ছাড়াই। কিন্তু রক্তের বন্যা ছাড়া কোন অন্যায় ধোয়া মনে হয় আমাদের পক্ষে সম্ভব নয়। অথবা কোন কিছুকে অন্যায় প্রমাণ করার জন্য হলেও রক্ত আমাদের ঝরাতেই হবে।
যে দেশে প্রায় শতভাগ মানুষ অনবরত টাকার পেছনে ছুটছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সেখানে জীবন এত সস্তা কেন?
মস্কো, ২১ জুলাই ২০২৪
Comments
Post a Comment