অপ্রাসঙ্গিক?
অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে। তবে ছোট হয়ে আসা পৃথিবীতে আপাত বিচ্ছিন্ন অনেক ঘটনা আসলে তা নয়।
পশ্চিমা বিশ্ব যখন ইউক্রেন ও রাশিয়ার উপর যুদ্ধ চাপিয়ে দেয় সেটা ইউক্রেনের প্রতি ভালোবাসা থেকে নয়, নিজেদের স্বার্থ উদ্ধার করতে। কারণ এতে শত্রু রাশিয়া দুর্বল হবে, দুই পক্ষেই রুশরা মরবে, নিজেদের যেসব পুরানো অস্ত্র অনেক অর্থ ব্যয় করে ধ্বংস করতে হত তা যুদ্ধে ব্যবহার করে উল্টো অর্থ লাভ হবে, নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করা যাবে.…...
আজ কোটা আন্দোলনকে শিখন্ডী করে জামায়াত-শিবির যা করার চেষ্টা করছে সেটা ইউক্রেন যুদ্ধের আঞ্চলিক রূপ। শুরুটা যেভাবেই হোক আন্দোলনের লাগাম চলে গেছে ওদের হাতে। সরকারের ভুল পদক্ষেপে সেটা নিয়েছে রক্তাক্ত রূপ। মারা যাচ্ছে মূলত একাত্তরের পক্ষের মানুষ তা সে যে পক্ষের হোক না কেন। এতে করে মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নবিদ্ধ হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি (সরকারি, বিরোধী দুই শিবিরের) দুর্বল হচ্ছে, জামাত শিবির শক্তিশালী হয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি এখন সত্যিকার অর্থেই ক্রস রোডে। দাঁড়িয়ে থাকার সময় নেই, আবার প্রতিটি পদক্ষেপই বিপদজ্জনক।
দুবনা, ২২ জুলাই ২০২৪
পশ্চিমা বিশ্ব যখন ইউক্রেন ও রাশিয়ার উপর যুদ্ধ চাপিয়ে দেয় সেটা ইউক্রেনের প্রতি ভালোবাসা থেকে নয়, নিজেদের স্বার্থ উদ্ধার করতে। কারণ এতে শত্রু রাশিয়া দুর্বল হবে, দুই পক্ষেই রুশরা মরবে, নিজেদের যেসব পুরানো অস্ত্র অনেক অর্থ ব্যয় করে ধ্বংস করতে হত তা যুদ্ধে ব্যবহার করে উল্টো অর্থ লাভ হবে, নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করা যাবে.…...
আজ কোটা আন্দোলনকে শিখন্ডী করে জামায়াত-শিবির যা করার চেষ্টা করছে সেটা ইউক্রেন যুদ্ধের আঞ্চলিক রূপ। শুরুটা যেভাবেই হোক আন্দোলনের লাগাম চলে গেছে ওদের হাতে। সরকারের ভুল পদক্ষেপে সেটা নিয়েছে রক্তাক্ত রূপ। মারা যাচ্ছে মূলত একাত্তরের পক্ষের মানুষ তা সে যে পক্ষের হোক না কেন। এতে করে মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নবিদ্ধ হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি (সরকারি, বিরোধী দুই শিবিরের) দুর্বল হচ্ছে, জামাত শিবির শক্তিশালী হয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি এখন সত্যিকার অর্থেই ক্রস রোডে। দাঁড়িয়ে থাকার সময় নেই, আবার প্রতিটি পদক্ষেপই বিপদজ্জনক।
দুবনা, ২২ জুলাই ২০২৪
Comments
Post a Comment