লাল
গতকাল ফেসবুক ভরে গেছিল লালে। এটা ছিল রাষ্ট্রীয় শোকের বিরুদ্ধে প্রতিবাদ - লাল শোক। তবে কালো শোক যে একেবারেই ছিল না তা নয়। তাই দেখে মনে হল
লাল আর কালোয় লেগেছে আজ লড়াই
আমিই সঠিক - করছে দু' জন বড়াই
কালো শোক নিয়ে বলব না। অনেকেই বলেছে। তাই লাল নিয়ে কথা। সব লাল কি একই রকম লাল ছিল? ছোটবেলা থেকে শুনেছি
"কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবারই সমান রাঙা"।
কিন্তু যতই বড় হয়েছি তত বেশি করে টের পেয়েছি সব লাল সমান লাল নয়। হাসপাতালে না হলেও সমাজে রক্তের বর্ণ আছে, ধর্ম আছে আর এই রক্ত নিয়ে আছে মারামারি কাটাকাটি। গতকালের এই লালের ছিল বিভিন্ন শেড। কোনটা ছিল কোটা আন্দোলনে নিহতদের রক্তে রঞ্জিত, কোনটা ছিল অধরা বিপ্লবের রং যার ভেতর কাস্তে হাতুড়ী শোভা পাচ্ছিল, আবার কোনটা ছিল ভবিষ্যতে লাল সবুজের পরিবর্তে লাল পতাকার ডাক, সাথে নতুন জাতীয় সঙ্গীত। প্রতিটি লালের আছে নিজস্ব এজেন্ডা, নিজস্ব লক্ষ্য - কখনও কখনও সম্পূর্ণ বিপরীতমুখী। এখন সবাই জয়ের স্বপ্নে বিভোর। কিন্তু জয়ের পরে শুরু হবে নতুন লড়াই, আসল লড়াই, নির্দয় লড়াই, অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে আমরা প্রস্তুত তো?
দুবনা, ৩১ জুলাই ২০২৪
লাল আর কালোয় লেগেছে আজ লড়াই
আমিই সঠিক - করছে দু' জন বড়াই
কালো শোক নিয়ে বলব না। অনেকেই বলেছে। তাই লাল নিয়ে কথা। সব লাল কি একই রকম লাল ছিল? ছোটবেলা থেকে শুনেছি
"কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবারই সমান রাঙা"।
কিন্তু যতই বড় হয়েছি তত বেশি করে টের পেয়েছি সব লাল সমান লাল নয়। হাসপাতালে না হলেও সমাজে রক্তের বর্ণ আছে, ধর্ম আছে আর এই রক্ত নিয়ে আছে মারামারি কাটাকাটি। গতকালের এই লালের ছিল বিভিন্ন শেড। কোনটা ছিল কোটা আন্দোলনে নিহতদের রক্তে রঞ্জিত, কোনটা ছিল অধরা বিপ্লবের রং যার ভেতর কাস্তে হাতুড়ী শোভা পাচ্ছিল, আবার কোনটা ছিল ভবিষ্যতে লাল সবুজের পরিবর্তে লাল পতাকার ডাক, সাথে নতুন জাতীয় সঙ্গীত। প্রতিটি লালের আছে নিজস্ব এজেন্ডা, নিজস্ব লক্ষ্য - কখনও কখনও সম্পূর্ণ বিপরীতমুখী। এখন সবাই জয়ের স্বপ্নে বিভোর। কিন্তু জয়ের পরে শুরু হবে নতুন লড়াই, আসল লড়াই, নির্দয় লড়াই, অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে আমরা প্রস্তুত তো?
দুবনা, ৩১ জুলাই ২০২৪
Comments
Post a Comment