কোটা সমস্যা

কোটাকে কেন্দ্র করে চলমান আন্দোলনকে বিভিন্ন মহল থেকেই বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আর সেটা করা হচ্ছে সুপরিকল্পিত ভাবে। তবে অধিকাংশ সাধারণ ছাত্রছাত্রী না বুঝেই, অনেকটা আবেগের বশেই এই বিতর্কের শিকার হচ্ছে বলে আমার ধারণা। তাই ঢালাওভাবে তাদের দোষারোপ না করে আমাদের ভেবে দেখা উচিৎ কেন এরা আজ এই ধরণের শ্লোগান দিচ্ছে। একটা ন্যায্য দাবি নিয়ে তাদের আন্দোলন কীভাবে স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যাচ্ছে। ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগেই সব পক্ষের কথা বার্তা বলার বিষয়ে সতর্ক হওয়া উচিৎ আর সাংবাদিকদের উত্তেজক প্রশ্ন করে আগুনে ঘি ঢালার আগে দশবার ভাবা উচিৎ। এটা জাতীয় সমস্যা ও সেই সমস্যার স্থায়ী সমাধান দরকার। সেটা সম্ভব সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে গঠিত কোন ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করে যেখানে শিক্ষক, ছাত্রসমাজ, রাজনৈতিক দল, আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুরু করে বিভিন্ন পেশার মানুষ থাকতে পারে। চাকরি ক্ষেত্রে কোটা নিয়ে সমস্যা আজ সীমানা ছাড়িয়ে এক রাজনৈতিক ও সাংস্কৃতিক সমস্যায় পরিণত হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব সহকারেই তাই এই সমস্যার স্থায়ী সমাধান আজ সময়ের দাবি।

দুবনা, ১৬ জুলাই ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১