দাঁড়ি কমা হীন
মস্কোর মেট্রোয় বসে অনেক দিন পরে তোমাকে মনে পড়ল
এমনিতেই কোন কারণ ছাড়াই
আমাকে অবাক করে তোমার মুখ উঁকি দিল মনের কোণে
আমাদের কখনোই কোন ভবিষ্যৎ ছিল না
না ভালো না মন্দ
আসলে তেমন কোন স্বপ্নও ছিল না
ছিল সুন্দর এক বর্তমান
যা অনেক আগেই গ্রাস করেছে অতীত
এটা অনেকটা ভিন্ন গন্তব্যের দিকে ধাবিত দুই পথিকের মত
যারা কিছুটা পথ গেছে একই বাসে
পাশাপাশি বসে
ভদ্রতার খাতিরে অথবা চলাটাকে সতেজ রাখতে বলেছে দু চারটি কথা
আর তারপর
নেমে গেছে যে যার স্টেশনে
ফেলে গেছে অতীতের স্মৃতি
স্মৃতি অনেকটাই রাস্তায় পড়ে থাকা কানা পয়সার মত
কেউ সযত্নে তুলে নিয়ে আবার হারিয়ে ফেলে
আবার কেউ সেটা তুলে নেবার কথা ভাবেই না কোনদিন
তবে বিগ ব্যাংয়ের স্মৃতি নিয়ে মহাবিশ্বের সব কিছু যেমন অন্তত কাল ধরে একে অন্যের থেকে দূরে সরে যায়
আমরাও তাই
তাই তো মাঝে মাঝে তুমি ভেসে ওঠ মনের আয়নায়
মস্কো, ০৭ জুলাই ২০২৪
দুবনা, ১৩ জুলাই ২০২৪
Comments
Post a Comment