অমরত্ব

বাংলাদেশে এখন এক নতুন রোগ মহামারীর আকার ধারণ করেছে। সে রোগের নাম শাহজাহান। সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজ বেগমের মৃত্যুর পরে তার স্মৃতিকে অবিস্মরণীয় করার জন্য তাজমহল তৈরি করেন। মমতাজের নামে হলেও অধিকাংশ মানুষ তাজমহলের নাম শুনলে শাহজাহানের কথাই প্রথমে মনে করে। এটা তাই নিজেকে অমর করার এক অভিনব কায়দা। শাহজাহান রোগাক্রান্ত বাংলাদেশের নব্য ধনীরা জীবিতাবস্থায় স্ত্রীদের নামে জাহাজ কিনছে, অট্টালিকা তৈরি করছে, ইউরোপ আমেরিকায় জমিদারি কিনছে। কে বলে বাঙালিরা ভালোবাসতে জানে না? ইতিহাসে না হলেও তারা ইতিমধ্যে ফেসবুক, হলুদ সংবাদপত্র ইত্যাদির পাতায় স্থান পেয়েছে। কেউ কেউ পুলিশের খাতায় নাম উঠিয়েছে। শুধু ভবিষ্যৎ বলতে পারবে ইতিহাসে তাদের নাম কতটুকু দীর্ঘস্থায়ী হবে।

দুবাই, ১২ জুলাই ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন