তাল গাছ

আইন কী? এটা কোন দেশে ন্যায় অন্যায় নির্ণয়ের বিধান। সব কিছুর মত ন্যায় অন্যায়ের ধারণা সমাজ ভেদে ভিন্ন। এখানে মূল কথা হল সমাজের সবার না হলেও বেশির ভাগ লোকের কনসেনসাস বা ঐক্যমত যা সংখ্যাগরিষ্ঠতার জোরে সামাজিক রীতি বা আইনের রূপ নেয়। আমাদের সমস্যা হল জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে এই মতৈক্যের অভাব। আমরা সবাই ন্যায় বিচার চাই তবে তার আগে তাল গাছ যে আমার সেই নিশ্চয়তাও চাই। 

কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সবাই ন্যায় বিচার দাবি করছি। একদল দাবি করছি সরকারের পদত্যাগ তাদের সব দোষে দোষী সাব্যস্ত করে। আরেক দল সব দোষ বিরোধীদের ঘাড়ে চাপিয়ে ক্ষমতার ঘোড়ায় চেপে উন্নয়নেয় শেখরে পৌঁছুতে চাইছি। কিন্তু এত বড় একটা ঘটনায় যে সব পক্ষের বিভিন্ন মাত্রার ভূমিকা আছে সেটা বুঝতে চাইছি না রাজনৈতিক বিবেচনা থেকে আর এখানেই আমাদের ন্যায় বিচারের দাবিতে তাল গাছের মত কিছু অন্যায় আবদার ঢুকে যাচ্ছে বা ঢুকিয়ে দেয়া হচ্ছে। অথচ দেশের ভবিষ্যতের জন্য, যে তরুণ সমাজ কোটা সংস্কারের দাবিতে মাঠে নামল, জীবন পর্যন্ত বিসর্জন দিল সেই তরুণ সমাজ ও ভবিষ্যতের সকল প্রজন্মের স্বার্থে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সব দেখে মনে হয় আমরা দীর্ঘমেয়াদী সমাধানের চেয়ে তাৎক্ষণিক ফলাফলে বেশি আগ্রহী।

নিরপেক্ষ ভাবে কোন ঘটনা পর্যালোচনা করার অনীহা বা অপারগতা আজ আমাদের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম প্রধান উপাদান।

দুবনা, ২৭ জুলাই ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন