জবাবদিহিতা
আমাদের সমস্যা হল আমরা শুধু অন্যদের কাছে জবাবদিহিতা আশা করি। জবাবদিহি করতে হবে সবাইকে। সব রাজনৈতিক দলকে, তা সে সরকারি দল হোক আর বিরোধী দল হোক। কোন দল যদি নিজেকে গণতান্ত্রিক দল বলে মনে করে তাদের ভেতরে বাইরে যেমন গণতন্ত্রের চর্চা করতে হবে, কোন দল নিজেদের সমাজতন্ত্রী বা সাম্যবাদী দাবি করলে তাদেরও এমন ভাবে রণকৌশল ঠিক করতে হবে যাতে তাদের রাজনীতি দেশকে প্রতিক্রিয়াশীলদের হাতে তুলে না দেয়। রাজনৈতিক দলগুলোর মনে রাখা দরকার যে তাদের বাইরেও প্রচুর মানুষ এসব আদর্শ ধারণ করে। তাই তাদের অধিকার নেই রাজনীতির নামে হাজার হাজার মানুষের আদর্শ নিয়ে ছিনিমিনি খেলা। রাজনীতির জন্য রাজনীতি নয়, আদর্শের জন্য রাজনীতি - এই আদর্শ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
দুবনা, ২৯ জুলাই ২০২৪
Comments
Post a Comment