আমরা

বর্তমান সময়ে অধিকাংশ খারাপ কাজ করা হয় ভালো ভালো স্লোগানের আড়ালে। ঈশ্বরের নামে হাজার হাজার মানুষকে কচুকাটা করা হয়, গণতন্ত্র আর মানবতার নামে দেশের পর দেশ ধ্বংস করা হয়। তাই শ্রুতিমধুর ও আশা জাগানিয়া স্লোগানে ভোলার আগে আমাদের দেখা দরকার যারা স্লোগান দিচ্ছে তাদের পেছনে কারা, তাদের চেহারা চরিত্র কেমন, তাদের হাতে আন্দোলন হাইজ্যাক হয়ে গেলে কি হবে দেশের বা সমাজের। যেকোনো পরিবর্তন সব সময়ই রিস্কি। তবে রিস্ক নেবার আগে আমরা যদি বিচক্ষণতার সাথে সব দিক বিবেচনায় না নেই তাহলে সমূহ বিপদের সম্ভাবনা আছে। এটা আমাদের দুর্বলতা। কারণ আমরা বিচ্ছিন্ন। আমরা বড় জোর সামনের সারিতে দাঁড়িয়ে স্লোগান দিতে পারি, এখানে সেখানে লিখে জনমত গঠন করতে পারি বা আমাদের সমর্থন দেখিয়ে আসল কুশীলবরা নিজেদের অন্যদের চোখে গ্রহণযোগ্য করে তুলতে পারে, কিন্তু আমাদের না আছে এসব আন্দোলনে নেতৃত্ব দেবার ক্ষমতা, না আছে আন্দোলনের লাগাম নিজদের হাতে ধরে রাখার শক্তি। আমাদের কোন কাজ যাতে হঠকারীদের কোন রকম সুযোগ তৈরি করে না দেয় সেটা ভেবে দেখার দায়িত্ব আমাদের নিজেদের। দিনের শেষ ফলাফলই নির্ধারণ করে আমরা কে, ইতিহাসের কোন দিকে।

দুবনা, ২৩ জুলাই ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন