ভুল

মানুষ ভেবেছিল শেখ হাসিনা সহজে পড়বে না। ভুল ভেবেছিল। মানুষ ভেবেছিল রাজনৈতিক ভিত্তিহীন ইউনুস সরকার শক্ত হাতে দেশ চালাতে পারবে না। এত রক্ত মনে হয় এর আগে কোন আমলেই ঝরেনি। আর কত শক্ত হতে হবে হাত! মানুষ আবার ভুল করল। অনেকেই ভাবে সেনাবাহিনী দেশকে এই অরাজকতা থেকে রক্ষা করতে পারবে। গোপালগঞ্জ কি সেই বিশ্বাসে চিড় ধরায় না?শুনি দেশের ৩০ না ৪০ ভাগ মানুষ আওয়ামী সমর্থক। আরও ৩০ ভাগ বিএনপি। তাহলে কীভাবে কয়েক জন সমন্বয়ক দেশে এরকম তান্ডব লীলা চালায়? নাকি এখানেও মানুষ ভুল করছে? বাইরে বাইরে পরস্পরের বিরুদ্ধে কথা বললেও কেন যেন মনে হয় সেনাবাহিনী, মৌলবাদী শক্তি আর পশ্চিমা শক্তিগুলো স্বাধীন সার্বভৌম একাত্তরের বাংলাদেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে বাকিদের নিজেদের মধ্যে ঐক্যমতে পৌঁছানোর কোন বিকল্প নেই। নাকি বাকিরাও ভেতরে ভেতরে বর্তমানে যা ঘটছে সেটা সমর্থন করে? কিছু দিন আগে বাংলাদেশকে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য সমাধান ভাবা হত। কিন্তু আজ সে অন্য দেশ তো বটেই নিজের জন্যেও বিশাল সমস্যা। আর এর নেপথ্যে রয়েছে দেশের রাজনৈতিক দলগুলোর দেশকে অপরাজনীতির পথে ঠেলে দেবার দীর্ঘ ইতিহাস। আজ রাজনীতি শুধু কঠিন নয় বিপদজ্জনকও বটে।

দুবনা, ১৭ জুলাই ২০২৫

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

প্রশ্ন

রিংকু