লাভ ভার্সেস love
লাভটাই যদি জীবনের অন্যতম প্রধান চালিকাশক্তি হয় তবে সে জীবনে আর যাই থাকুক অন্যের জন্য দরদ বা ভালোবাসা থাকে না। আজকাল রাজনীতিতে টাকার খেলা চলে, অনেকেই রাজনীতি ব্যবহার করে অর্থ উপার্জন করে, তবে এরাও রাজনীতিটাই প্রথমে রাখে, পরে ব্যবসা। রাজনীতি এদের জীবনে প্রথম প্রেম। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মনে হয় রাজনীতি ব্যবহার করছেন ব্যবসায়িক টুল হিসেবে, উপার্জনের একটি উপায় হিসেবে। শিক্ষক হিসেবে শুরু করলেও পরবর্তীতে ওনার সব কাজ প্রমাণ করে যে উনি জন্মগত ভাবে ব্যাংকার যার মূল উদ্দেশ্য লাভ করা। তাই ক্ষমতায় এসে প্রথমেই নিজেকে করমুক্ত বা সত্যিকার অর্থে দায়মুক্ত করেছেন। কারণ কাছে তার দায়? দেশের ও দেশের মানুষের কাছে। কিন্তু তিনি ও তারা আক্ষরিক অর্থেই আজ দায়মুক্ত। তার সরকারের বন্যার সময়ে ত্রাণ তহবিলে জমানো অর্থ উপযুক্ত খাতে ব্যয় করেনি বলে অভিযোগ আছে। এখন তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন বিমান ধ্বংসের ফলে অগ্নিদগ্ধ মানুষের জন্য আর্থিক সাহায্যের। সাধারণ মানুষ ইতিমধ্যেই রক্ত দিয়ে সাধ্যমত নিজেদের দায়িত্ব পালন করেছে। বছরব্যাপী অরাজকতা ও মব সংস্কৃতির কারণে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই মানুষ এক বছর যাবৎ আবেদন করে যাচ্ছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে, বিদেশিদের হাতে দেশের বন্দর, করিডোর ইত্যাদি তুলে না দিতে। তিনি শোনেননি। কারণ জনতার দাবিতে লাভের গুড় নেই, তা আছে ত্রাণ তহবিলে জমা পড়া টাকায়। সমস্যা হল তার, তাদের লাভ আর মানুষের লাভ এক নয়, এরা পরস্পরবিরোধী। এরপরও হয়তো কিছু মানুষ শান্তির বাণীতে ভুলবে।
দুবনা, ২৩ জুলাই ২০২৫
Comments
Post a Comment