হুজুগ
১৯৯৪ সালে যখন দুবনা আসি ধীরে ধীরে অনেক মানুষের সাথে পরিচয় হয়। এদের একজন ছিলেন আফানাসিয়েভ। আমার মত উনিও শুক্রবার মস্কো ফিরতেন। তাই প্রায় দুই বছর আমাদের অনেকটা পথ একসাথে চলা। বেশ হাসিখুশি ও রসিক। একদিন উনি আমাকে পেস্তভের সাথে আলাপ করিয়ে দিলেন।
- এ সেই পেস্তভ যে কিনা তার ছাত্রীর সাথে প্রেম করেছিল।
পেস্তভ খুব ভালো মানুষ। ভালো বিশেষজ্ঞ। এটা শুনে উনি লজ্জায় লাল হয়ে গেলে আফানাসিয়েভ বললেন
- ভুল হয়ে গেছে। এ সেই পেস্তভ যে তার ছাত্রীর সাথে প্রেম করেনি।
আসলে এখন যারা গণহারে মেটা বা ফেসবুককে নিজ তথ্য ব্যবহারের অধিকার দিচ্ছে বা দিচ্ছে না তারা আসলে মেটার প্রচার চালাচ্ছে। এখানে যেকোনো লেখা যখন ওনলি মি নয়, তা তৃতীয় পক্ষের, তা সে বন্ধু হোক আর পাবলিক হোক, জন্য উন্মুক্ত তা ব্যবহার করার অনুমতি ফেসবুক অটোমেটিক্যালি পেয়ে গেছে। আর ফেসবুকে একাউন্ট খোলার সময় চুক্তিতে স্বাক্ষর করে সবাই নিজের অধিকার সীমিত করেছি। হুজুগে কান না দিয়ে আগের মত ফেসবুকিং করে যান।
তবে এটাও হতে পারে যে আমার মত এখানে কেউ সর্বহারা নয়, তাই হারানোর অনেক কিছু থাকতেই পারে। আমার হারানোর কিছু নেই, ফেসবুক যে নিজের কথা অন্যদের কাছে পৌছুনোর সুযোগ দিচ্ছে তাতেই আমি খুশি।
দুবনা, ৩১ জুলাই ২০২৫
- এ সেই পেস্তভ যে কিনা তার ছাত্রীর সাথে প্রেম করেছিল।
পেস্তভ খুব ভালো মানুষ। ভালো বিশেষজ্ঞ। এটা শুনে উনি লজ্জায় লাল হয়ে গেলে আফানাসিয়েভ বললেন
- ভুল হয়ে গেছে। এ সেই পেস্তভ যে তার ছাত্রীর সাথে প্রেম করেনি।
আসলে এখন যারা গণহারে মেটা বা ফেসবুককে নিজ তথ্য ব্যবহারের অধিকার দিচ্ছে বা দিচ্ছে না তারা আসলে মেটার প্রচার চালাচ্ছে। এখানে যেকোনো লেখা যখন ওনলি মি নয়, তা তৃতীয় পক্ষের, তা সে বন্ধু হোক আর পাবলিক হোক, জন্য উন্মুক্ত তা ব্যবহার করার অনুমতি ফেসবুক অটোমেটিক্যালি পেয়ে গেছে। আর ফেসবুকে একাউন্ট খোলার সময় চুক্তিতে স্বাক্ষর করে সবাই নিজের অধিকার সীমিত করেছি। হুজুগে কান না দিয়ে আগের মত ফেসবুকিং করে যান।
তবে এটাও হতে পারে যে আমার মত এখানে কেউ সর্বহারা নয়, তাই হারানোর অনেক কিছু থাকতেই পারে। আমার হারানোর কিছু নেই, ফেসবুক যে নিজের কথা অন্যদের কাছে পৌছুনোর সুযোগ দিচ্ছে তাতেই আমি খুশি।
দুবনা, ৩১ জুলাই ২০২৫
Comments
Post a Comment