কথোপকথন
আমাদের দেশের সমস্যা সমাধানের কি কোন পথই নেই?
পথ নেই তা বলব না, সব কিছুরই সম্ভাবনা থাকে - বেশি আর কম।
আমাদের সেই সম্ভাবনাটা কি?
নির্বাচন! নির্বাচন বর্তমান সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে যৌক্তিক ও প্রায় একমাত্র সমাধান, যদিও নির্বাচন দেবার সম্ভাবনা খুবই কম।
কিন্তু সংস্কার না করে নির্বাচনে কি কোন লাভ হবে?
আমাদের সমস্যা কিন্তু নির্বাচনের জন্য হয়নি, হয়েছে নির্বাচন না হবার জন্য।
তার মানে বর্তমানের নির্বাচনী বিধির আওতায় নির্বাচন হলেও সমস্যা নেই?
আমার মনে হয় উপদেষ্টা শব্দটির মধ্যেই যত সমস্যা। উপদেষ্টার ঠিক ততটা দায়বদ্ধতা নেই যতটা আছে এমনকি ভারপ্রাপ্ত সরকার প্রধান, তত্ত্বাবধায়ক সরকার বা ঐ জাতীয় কিছুর মধ্যে। বলা হয় সবার আগে ছিল শব্দ। তাই কি নামে কাউকে ডাকা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। দেশকে বর্তমান পরিস্থিতি থেকে টেনে তুলতে হলে দরকার দায়বদ্ধতা সম্পন্ন পদ আর সেটা উপদেষ্টা নয়। উপদেশ নিঃসন্দেহে ভালো জিনিস, কিন্তু ইতিহাস বলে বাঙালি ও বাংলাদেশী মধ্যবিত্ত সাধারণত অন্যের ক্ষতি করার জন্য উপদেশ দেয়, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য উপদেশ ফেরি করে বেড়ায়। নির্বাচিত সরকারই এদেশে জবাবদিহিতার ধার ধারে না তাই উড়ে এসে জুড়ে বসা মানুষের কাছ থেকে সেটা আশা করা নেহায়েত পাগলামি। আর এ জন্যেই নির্বাচন ভিন্ন কোন বিকল্প নেই বলেই মনে হয়।
দুবনা, ৩০ জুলাই ২০২৫
পথ নেই তা বলব না, সব কিছুরই সম্ভাবনা থাকে - বেশি আর কম।
আমাদের সেই সম্ভাবনাটা কি?
নির্বাচন! নির্বাচন বর্তমান সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে যৌক্তিক ও প্রায় একমাত্র সমাধান, যদিও নির্বাচন দেবার সম্ভাবনা খুবই কম।
কিন্তু সংস্কার না করে নির্বাচনে কি কোন লাভ হবে?
আমাদের সমস্যা কিন্তু নির্বাচনের জন্য হয়নি, হয়েছে নির্বাচন না হবার জন্য।
তার মানে বর্তমানের নির্বাচনী বিধির আওতায় নির্বাচন হলেও সমস্যা নেই?
আমার মনে হয় উপদেষ্টা শব্দটির মধ্যেই যত সমস্যা। উপদেষ্টার ঠিক ততটা দায়বদ্ধতা নেই যতটা আছে এমনকি ভারপ্রাপ্ত সরকার প্রধান, তত্ত্বাবধায়ক সরকার বা ঐ জাতীয় কিছুর মধ্যে। বলা হয় সবার আগে ছিল শব্দ। তাই কি নামে কাউকে ডাকা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। দেশকে বর্তমান পরিস্থিতি থেকে টেনে তুলতে হলে দরকার দায়বদ্ধতা সম্পন্ন পদ আর সেটা উপদেষ্টা নয়। উপদেশ নিঃসন্দেহে ভালো জিনিস, কিন্তু ইতিহাস বলে বাঙালি ও বাংলাদেশী মধ্যবিত্ত সাধারণত অন্যের ক্ষতি করার জন্য উপদেশ দেয়, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য উপদেশ ফেরি করে বেড়ায়। নির্বাচিত সরকারই এদেশে জবাবদিহিতার ধার ধারে না তাই উড়ে এসে জুড়ে বসা মানুষের কাছ থেকে সেটা আশা করা নেহায়েত পাগলামি। আর এ জন্যেই নির্বাচন ভিন্ন কোন বিকল্প নেই বলেই মনে হয়।
দুবনা, ৩০ জুলাই ২০২৫
Comments
Post a Comment