রাব পিকনিক ২০২৫
গতকাল ১৯ জুলাই ২০২৫ দীর্ঘ বিরতির পরে রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশী গ্র্যাজুয়েটদের সংগঠন রাবের উদ্যোগে খ্লেবনিকোভা রিসোর্টে এক পিকনিকের আয়োজন করা হয়। শতাধিক লোকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মস্কো নদীর তীর। ১৯৭৪ থেকে শুরু করে সদ্যজাত ভিপুস্কনিকদের অনেকেই সপরিবারে অংশগ্রহণ করে এই বন প্লাস নদী ভোজনে। একাধিক পরিবারের তিন প্রজন্মের (বাংলাদেশী গ্র্যাজুয়েট, তার সন্তান ও নাতি নাতনি) উপস্থিতি পিকনিককে আরও অর্থময় করে তোলে। অনেক দিন পরে বন্ধুদের সাথে সরাসরি মেলামেশা করার এই যে সুযোগ করে দেয় রাব সেটা সকলের প্রশংসা কুড়ায়। ফলে প্রায় রাত দশটায় সমাপনী অনুষ্ঠানে সবাই রাবকে শক্তিশালী ও প্রাণবন্ত করার প্রতি গুরুত্ব আরোপ করে এবং রাবকে আরো গতিময় করার প্রতিশ্রুতি জানিয়ে সকাল ১১ থেকে রাত ১০ পর্যন্ত চলমান এই মনোজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।
মস্কো, ২০ জুলাই ২০২৫
Comments
Post a Comment