একুশ - কবিতা ও মানুষ

আব্দুল গাফফার চৌধুরী চলে গেলেন। আমার কাছে ওনার প্রথম ও প্রধান পরিচয় উনি বিখ্যাত "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানের রচয়িতা। সমস্ত পাকিস্তান আমল জুড়েই তিনি বাংলা ভাষা ও বাংলাদেশ স্বাধীনতার জন্য অবদান রেখে গেছেন। ফেসবুকের কল্যাণে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর কলাম পড়তাম। দ্বিমত পোষণ করতামই বেশি। কারণ - তিনি সব কিছুর সমাধান দেখতেন এক ব্যক্তির মধ্যে। তাই সমাজ বা রাজনৈতিক কাঠামো পরিবর্তনের কথা না বলে সেসব এমন ভাবে সংস্কার করতে বলতেন যেন সমাজটাও বদলায় আবার ক্ষমতারও পরিবর্তন না হয়। এধরনের সমাধান সামঞ্জস্যপূর্ণ নয়, চাপিয়ে দেওয়া, ফলে সুদূরপ্রসারী নয়। তবে এটাও বুঝি তিনি সেটা করতেন নিজের রাজনৈতিক বিশ্বাস থেকে। হয়তো অন্য কোন লোক এভাবে লিখলে আমাদের অনেকেরই এতটা খারাপ লাগত না, তবে তাঁর মাপের একজন লোকের কাছ থেকে আমাদের আশা একটু বেশি থাকবে সেটাই স্বাভাবিক। একুশের গান হয়েই তিনি বেঁচে থাকবেন।


দুবনা, ১৯ মে ২০২২




Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা