সাফল্য ও ব্যর্থতা

 

ব্যর্থতা নিজে নেগেটিভ হলেও এর সবচেয়ে পজিটিভ দিক হল সে ব্যর্থ মানুষকে নিজেকে বদলানোর মেসেজ দেয়। সেই মেসেজ পেয়ে ব্যর্থ মানুষ যদি নিজেকে বদলাতে পারে আর শুধু সাময়িক ভাবে ব্যর্থতা দূর করা নয়, ভবিষ্যতের কথা ভেবে নিজেকে যুগোপযোগী করে তুলতে পারে তাহলে তার হাতে সাফল্য ধরা দিতে বাধ্য। পক্ষান্তরে সাফল্য নিজে পজিটিভ হলেও প্রায়ই সে সফল ব্যক্তিকে নেগেটিভ মেসেজ দেয়। ফলে সফল ব্যক্তি নিজের ফেলে আসা পথটাকে সঠিক মনে করে সে পথেই চলতে থাকে নিজেকে না বদলিয়ে, নিজেকে যুগোপযোগী করে না তুলে। ফলে একদিনের সফল পথ ধরে সে ব্যর্থতার দ্বারে হাজির হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশেষ করে গত ২০ বছরে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের ইতিহাস একথাই মনে করিয়ে দেয়।

দুবনা, ২৪ মে ২০২২



Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন