সরল অংক

 


এই যে আপনি ধর্ম টর্ম মানেন না, তাতে যে স্বর্গের পথে কাঁটা ফেলছেন সেটা জানেন?
কিন্তু স্বর্গ দিয়ে আমি করব কী? খাব না মাথায় দেব?
মানে?
দেখেন আপনাদের স্বর্গে অঢেল খাবার আর জনপ্রতি বাহাত্তর না তেহাত্তরটা করে হুরপরী, মানে নারী। আমি ভাল খাদক নই। খুব একটা খেতেও পারি না। এখন আপনিই বলুন, এত খাবার দেখে খেতে না পেরে মনে কষ্ট পাওয়া - এটা কি নরক যন্ত্রণার চেয়ে কোন অংশে কম?
তা না হয় বুঝলাম। কিন্তু নারী?
দেখুন, শুধু আপনার একার নয় প্রত্যেকেরই এতগুলো করে নারী বা আপনাদের ভাষার হুরপরী থাকবে। একটু কল্পনা করে দেখুন তো বাংলাদেশে একশ আটচল্লিশ মিলিয়ন জনতার মাত্র দুই মিলিয়ন পুরুষ আর ১৪৬ মিলিয়ন নারী। আমি নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী। কিন্তু আপনারা যারা পুরুষতান্ত্রিক সমাজের প্রবক্তা সেই অবস্থায় আপনাদের কি হাল হবে? আপনি সংখ্যাগুরু জনগোষ্ঠীর প্রতিনিধি। আপনি ওসব বুঝবেন না। শুধু বলি বাংলাদেশে এখন সংখ্যালঘুদের পরিমাণ ৮% আর স্বর্গে পুরুষের সংখ্যা হবে মাত্র ১.৩৩%। বাংলাদেশে যদি ৮% সংখ্যালঘুদের জীবন সংখ্যাগুরুরা প্রায় নরকে পরিণত করতে পারে তাহলে স্বর্গে নারীরা আপনাদের কী অবস্থা করবে সেটা কল্পনা করতে পারেন? বাংলাদেশের কথা বললাম উদাহরণ স্বরূপ। ভারত, পাকিস্তান বা অন্য যেকোনো দেশে যেখানেই ধর্ম দিয়ে মানুষ বিচার করা হয় - সেখানেই দেখবেন সংখ্যালঘুরা ভালো নেই। তাই বলি কি স্বর্গ নয়, নরকের টিকেট বুকিং দিন, কাজে লাগবে।

দুবনা, ১৩ মে ২০২২ 
 

 

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা