ধন

দোস্ত তুই একেবারে আগের মতই রয়ে গেলি।
কি আর করা। ফিজিক্সের ল তো স্থান-কালের উপর নির্ভর করে না। আমি হয়তো ঐ নিয়মেই চলছি।
না, আমি তা বলিনি। ছাত্র জীবনেও তোর সঞ্চয় বলতে কিছু ছিল না, চাকরি জীবনেও তেমনি, মানে গরীবই রয়ে গেলি।
সেটা অবশ্য নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে আমরা সেটা দেখব। সেভার বয়স তখন পাঁচ। ওকে নিয়ে বাসায় ফিরছি মিউজিক স্কুল থেকে। হঠাৎ ও প্রশ্ন করল - পাপা, আমাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান? আমি বললাম, দেখ, তুই বেহালা বাজাতে পারিস, আমি পারি না। তাই এখানে তুই বেশি বুদ্ধিমান। আবার আমি অংক তোর চেয়ে ভালো করি। তাই সেক্ষেত্রে আমি বেশি বুদ্ধিমান। এখন তোর প্রশ্নে আসি। তোদের অনেক বাড়ি গাড়ি আছে, আমার নেই। এখানে তোরা ধনী। আবার আমার অনেক কিছু আছে যেটা তোদের নেই। যেমন গাড়ি বাড়ি না থাকার কষ্ট। আসলে জীবন যেমন শুধু টাকা পয়সা নিয়ে নয়, তেমনি শুধু জ্ঞান বুদ্ধি নিয়ে নয়। জীবন অনেক কিছুর সমাহার। কারো কোনটা বেশি আছে কারো কোনটা কম। যদি জীবনকে এভাবে দেখিস, দেখবি আমি তত গরীব না বা তুই নিজেও ততটা ধনী না যতটা তুই ভাবিস।
মনে হয় ও গতকাল আমার কালো দিন পড়ে ওর খবর নিতে চেয়েছিল।

দুবনা, ২২ মে ২০২২



Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন