জিজ্ঞাসা

খুব জানতে ইচ্ছে করে যে সমস্ত শিক্ষিত মানুষেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জানেন, জানেন সেই যুদ্ধে ২৭ মিলিয়ন সোভিয়েত নাগরিকের আত্মদানের কথা, জানেন বার্লিনের রাইখস্টাইগে সোভিয়েত ইউনিয়নের পতাকা উত্তোলনের কথা - এখন যখন ইউরোপ আমেরিকায় সরকারি ভাবে এই বিজয়ে সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা অস্বীকার করা হয় বা এড়িয়ে যাওয়া হয়, বলা হয় এই বিজয় আসলে আমেরিকা, ফ্রান্স আর ইংল্যান্ডের - তারা তখন সেই মিথ্যাকে কিভাবে গ্রহণ করেন? নাকি এখন তারা পশ্চিমা বিশ্বের এই ন্যারেশনকেই সত্য বলে মেনে নেন।
আচ্ছা মিথ্যার উপর দাঁড়িয়ে কি গণতন্ত্র, মানবিক সমাজ এসব প্রতিষ্ঠা করা যায়?

দুবনা, ১১ মে ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন