গ্রাম


ছোটবেলায় গ্রামে এরকম ঘটনা প্রায়ই ঘটতো। কোন দুর্বল বাচ্চা ছেলে পাড়ায় কারও সাথে যেচে ঝগড়া লাগালো। তারপর সেই ঝগড়া চলে গেল বড়দের মধ্যে। আর যদি দুই ফ্যামিলি দলেবলে ভারী হয় তো কথাই নেই। অনেক সময় এসব ঘটতো জমির আল নিয়ে। হয়তো এর পেছনে কারও ইন্ধন ছিল। বলা তো যায় না।
ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উস্কে দেওয়া, রুশ আক্রমণ আর তারপর আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের একে একে এই কাইজ্যায় (ঝগড়ায়) জড়িয়ে পড়া আমার সেই গ্রামের কাহিনীই মনে করিয়ে দেয়। রাশিয়া আর পশ্চিমা বিশ্ব ঝগড়া করে। ইউক্রেন এই ঝড়ের সময় সাহায্য রূপী আম কুড়ানোর চেষ্টা করে যদিও ঝড়ের দাপটে প্রাণও হারায় অনেকে।
মস্কোয় যখন আসি অনেককেই বলতে শুনেছি মস্কো আসলে একটা বিশাল গ্রাম। এখন মনে হয় পৃথিবীটাই একটা অতি বিশাল গ্রাম।
দুবনা, ০৪ মে ২০২২




Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন