সমস্যা

ছোটবেলায় এঁটো কাঁটা ছোঁয়া এসবের বিরুদ্ধে প্রায়ই বিদ্রোহ করতাম। এখন এসব নেই। যেটা ভালো লাগে সেটা খাই কোন বাধা নিষেধের অপেক্ষা না করে। ধর্মীয় গোঁড়ামি না থাকলেও গোঁড়ামি যে নেই তা কিন্তু নয়। কয়েক বছর আগে এক ভারতীয় অধ্যাপকের সাথে আলাপ এক কনফারেন্সে। রাশিয়ায় থাকেন। এক সাথে ব্রেকফাস্ট করার সময় যখন জানালেন বিজেপি করেন আমি সেটা গিলতে পারিনি যদিও গবেষণার ক্ষেত্র এক। আমার মনে হয় আওয়ামী লীগ - বিএনপি, ডেমোক্র্যাট - রিপাবলিক এসব অনেক প্রশ্নে আমরা অনেকেই সেই হিন্দু মুসলমান ছোঁয়া না ছোঁয়ার খুব একটা উপরে উঠতে পারিনি। কে জানে যারা ধর্ম নিয়ে ঝগড়া করে তারা হয়তো রাজনীতি বা রাশিয়া আমেরিকা নিয়ে আমাদের মতবিরোধ দেখে হাসে। আসলে মানুষ মাত্রই তার স্বকীয়তা বজায় রাখতে চায় আর সেটা রাখতে অজুহাত খোঁজে। ধর্মে, রাজনীতিতে, আদর্শে। সমস্যাটা মনে হয় মানুষের ইনহেরেন্ট।

দুবনার পথে, ২৩ মে ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন