ঈদ

ধর্ম নিয়ে আপনার কোন মাথাব্যথা নেই জেনেও জানতে ইচ্ছে করছে কোন ধর্মীয় অনুষ্ঠান আপনার সবচেয়ে ভালো লাগে?

আসলে ভালো লাগা না লাগা অনেকটাই নির্ভর করে আমাদের স্মৃতির উপর, বিশেষ করে ছোটবেলার স্মৃতির উপর। যদিও ঈদের সাথে আমার ছোটবেলার তেমন কোন স্মৃতি জড়িত নেই তবুও ঈদ মনে হয় এখন আমার প্রিয় দেশীয় অনুষ্ঠান আর সেটা ধর্মীয় ও জাতীয় সব অনুষ্ঠান বিবেচনায় নিয়েই। 

অপ্রত্যাশিত উত্তর। যদি একটু ব্যাখ্যা করে বলেন।

দেখুন অনুষ্ঠান মানেই আনন্দ। বলতে পারেন অনাবিল আনন্দ। আজকাল পূজায় আনন্দের চেয়েই ভয়ই বেশি। সবাই ভয়ে ভয়ে থাকে এই বুঝি আবার কোথাও প্রতিমা ভাঙচুর করা হল। যে নিরাপত্তার মধ্যে পূজা হয় তাতে সেটাকে জেলে মিষ্টি বিতরণের মতই মনে হয়। প্রায় একই ঘটনা দেখি নববর্ষের অনুষ্ঠানে। উৎসবের চেয়ে নিরাপত্তার কথাই বেশি। যদি জাতীয় দিবসগুলোর কথা বলি সেখানে বিভিন্ন রাজনৈতিক উস্কানির সম্ভাবনা থেকেই যায়। সেদিক থেকে ঈদ (কোরবানির ঈদ নয়) সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব বলে আমার মনে হয়। এমনকি সামাজিক মাধ্যমেও দেখবেন কোন হিংসা নেই, শুধুই শুভেচ্ছার ছড়াছড়ি। এ সময়েই বলা যায় ধর্ম যার যার উৎসব সবার।

দুবনা, ০৩ মে ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা