স্কুল হত্যা

আমেরিকার স্কুলে আবার গুলির আওয়াজ। একুশ জন মানুষের অকালে ঝরে পড়া। এ বছর দুই শত বারের অধিক এরকম ঘটনা ঘটেছে বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী এই দেশটায়। বাংলাদেশে অনেক বাবা মা তাদের মেয়েদের বাইরে পাঠিয়ে মানসিক চাপে থাকে। জানিনা আমেরিকার বাবা মা সন্তানদের স্কুলে পাঠিয়ে একই রকম টেনশনে থাকে কি না।

প্রেসিডেন্ট বাইডেন অস্ত্র ব্যবসায়ীদের এজন্যে দায়ী করলেন। আবার তিনিই কয়েক দিন আগে ৪০ বিলিয়ন ডলার মূল্যের বিল সই করলেন ইউক্রেনের জন্য যার সিংহভাগ যাবে ঐ অস্ত্র ব্যবসায়ীদের পকেটে। সারা পৃথিবীতে যুদ্ধের আগুন লাগিয়ে নিজের দেশকে কি সে আগুনের বাইরে রাখা যায়? বিভিন্ন দেশের উপর বিভিন্ন রকমের যুদ্ধ চাপিয়ে দেবার জন্য জনগণের উপর যে প্রপাগান্ডার স্টীম রোলার চালানো হয় সেটা যে মানুষকে মানসিক ভারসাম্য হারানোর পথে ঠেলে দেয় সেটা তো নতুন কিছু নয়। আসলে শুধু অস্ত্র সংক্রান্ত আইন বদলালেই হবে না, যতক্ষণ পর্যন্ত না আমেরিকা তার উগ্র ও যুদ্ধংদেহী পররাষ্ট্র নীতি না বদলাবে ততক্ষণ এসব ঘটনা ঘটতেই থাকবে। অন্যের ঘরে আগুন লাগিয়ে নিজে শান্তি ঘুমানোর যুগ আর নেই। 

দুবনা, ২৫ মে ২০২২


Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা