প্রতিক্রিয়া
অনেক দিন পরে মস্কোয় বেশ কিছু বাংলাদেশী বন্ধুদের সাথে দেখা হল। বিভিন্ন বিষয়ে কথা বার্তা। একজন জিজ্ঞেস করল দাদা সলিমুল্লা খান রবীন্দ্রনাথ সম্পর্কে কি বলেছে শুনেছেন? তার কথা শুনতে হবে, তাকে এত গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি না। কিন্তু তিনি তো একজন উঁচু মানের গবেষক। অনেক পড়াশুনা করেন। কথায় কথায় বিভিন্ন নামকরা লেখকদের রেফারেন্স দেন। আমি ২০১১ সালে প্রফেসর জামাল নজরুল ইসলামের সেমিনারে কসমোলজির উপর প্রবন্ধ পাঠ করেছিলাম। পরে স্থানীয় এক ছাত্রী বলেছিল আমি যা বললাম সব কোরআনে লেখা আছে। সলিমুল্লা খান যদি ভালো গবেষক হতেন তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে সব মন্তব্যের রেফারেন্স কোরআনেই খুঁজে বের করতেন। যতদিন না পারে ততদিন ওকে গুরুত্ব দেবার কিছু দেখি না। এ আবার কেমন কথা? দেখ, এরা খুবই ধূর্ত। ইনিয়ে বিনিয়ে নিজ ধর্মের মাহাত্ম্য প্রচার করে। কিন্তু সব সময় ব্যবহার করে ভিনধর্মী মানুষের কথা যুক্তি হিসেবে। কাঁটা দিয়ে কাঁটা তোলার মত। তাই এদের যত এড়িয়ে চলবে তত ভালো। আমাদের প্রতিক্রিয়াই তাদের জনপ্রিয়তার ভিত্তি। এড়িয়ে যাও, দেখবে এদের পায়ের নীচ থেকে মাটি সরে গেছে। মস্কো, ০১ এপ্রিল ২০২৪ ...