কল্পনা
রুশ ভাষাকে বলা হয় সমৃদ্ধ ভাষা। এর অন্যতম প্রধান কারণ একই বাক্য বা শব্দ একাধিক অর্থে ব্যবহার করা যায়।
সেদিন অফিস থেকে বেরিয়ে সুইমিং পুলের দিকে যাওয়ার সময় হঠাৎ একটা গানের কলি মনের বীনায় বেজে উঠল।
হেসে খেলে জীবনটা যদি চলে যায়।
গানটি আনন্দের, চিন্তা মুক্ত জীবনের। তখনই মাথায় এল জীবন চলে যাওয়া তো মরে যাওয়াও। বেশ তো। হাসতে হাসতে মরাও তো বেশ উপভোগ্য।
আজ একজনের লেখায় একটি শব্দ চোখে পড়ল। শকুনতলা। পৌরাণিক কাহিনী অনুযায়ী অপূর্ব সুন্দরী এই নারী রাজা দুষ্মন্তের স্ত্রী। তার নাম শকুনতলা নয়, শকুন্তলা। আমাদের বাড়িতে বিশাল এক শিমুল গাছ ছিল আর সেখানে ছিল শকুনদের চৌকি যেখানে বসে ওরা এলাকার গরুর মৃত্যুর জন্য ধ্যান করত। শকুনতলা শব্দ পড়ে আমার সেই শিমুল গাছের কথা মনে পড়ে গেল।
কল্পনা, সবই কল্পনা।
দুবনা, ০৯ মার্চ ২০২৪
Comments
Post a Comment