লেখা

সেদিন এক বন্ধু ফোন করে অনুযোগ করল।
তোর লেখায় দুই চারটা লাইক পড়ে, কোন কোন লেখায় একটাও পড়ে না। কেউ যদি না ই পড়ে, না লাইক দেয় তাহলে লিখিস কেন?
বুঝলি, ছোটবেলায় আমাদের গ্রামে কয়েকজন পাগল ছিল। সব পাগলই সারাদিন নিজে নিজেই কথা বলত। কেউ শুনল কি শুনল না এ নিয়ে ওদের মাথা ব্যথা ছিল না। অবশ্য যদি ওদের মাথা বলে কোন কিছু একটা আছে এটা মেনে নিত অন্যেরা। ওরা নিজেদের কথা বলার তাগিদ থেকেই কথা বলত। 
তার মানে কি তুই পাগল?
সেটা অন্যেরা বলতে পারবে। আমি লিখি লেখার তাগিদ থেকে। তাছাড়া লেখায় আমার হাত আছে মানে ইচ্ছে হল লিখলাম, হল না লিখলাম না। কিন্তু অন্যের পড়ায় তো আমার হাত নেই। তবে লিখতে লিখতে যদি একদিন লেখাগুলো অন্যদের পড়ার উপযোগী করে তুলতে পারি সেদিন নিশ্চয়ই পড়বে। 

দুবনার পথে, ০৪ মার্চ ২০২৪

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা