একটি পর্যবেক্ষণ

ক্রকুসে সন্ত্রাসী হামলার উপর বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছে। পশ্চিমা বিশ্ব কাছা দিয়ে নেমেছে এই ঘটনায় ইউক্রেন জড়িত নেই সেটা প্রচার ও প্রমাণ করতে। কারণ সবাই মিলে বার বার একই মিথ্যা বললে সেটা সত্য বলে বিশ্বাস করানো যায়। তবে আইএস সম্পর্কিত তাদের প্রচার এমনকি পশ্চিমা বিশ্বের অনেক পর্যবেক্ষক গ্রহণযোগ্য মনে করছে না। বিশেষ করে কয়েক মাস আগে জেনারেল মিলির সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে রুশদের জীবন নরকে পরিণত করার আহ্বানে আর নুল্যান্ডে পদত্যাগের আগে পুতিনের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে এ কথা বলায়। এরা এখনও কোন সিদ্ধান্তে উপনীত না হলেও ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি আঙ্গুল দেখাচ্ছে। আপাতত সেসব লিংকের উপর ভিত্তি করে। তবে এর পেছনে যে তথ্য আছে সেটা বোঝা যায়। প্রশ্ন হচ্ছে এরা কতদূর পর্যন্ত যাবে? কারণ এতে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই পরিস্থিতিতে কিছু কিছু মানুষ যারা এক সময় মস্কোয় বৃষ্টি হলে ঢাকায় ছাতা ধরতেন পশ্চিমা ভার্সনকে বাইবেলের বাণী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে এক সময় যারা সোভিয়েত ইউনিয়নের গুন গান করে আর পশ্চিমা বিশ্বের সমালোচনা করে মুখে ফেনা তুলতেন তাদের মধ্যে কেন এই পরিবর্তন। আগে তারা এ দেশে স্বাস্থ্য উদ্ধার করতেন, সন্তানদের লেখাপড়া করাতেন। এখন এসব হয় পশ্চিমা বিশ্বে। এ কারণে কি এ ধরণের পরিবর্তন,? পশ্চিমা ভার্সনে অন্ধবিশ্বাস? আসলে যারা অন্ধভাবে বিশ্বাস করে তাদের জন্য বিশ্বাসের বিষয়টা গুরুত্বপূর্ণ নয়, কোনটা লাভজনক সেটাই মূল বিষয়।

দুবনা, ২৭ মার্চ ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন