ক্রকুস
এখন পর্যন্ত যতটুকু জানা গেছে প্রথমে আমেরিকার পত্র পত্রিকা ক্রকুসের ঘটনায় চুপ করে থাকলেও এক সময় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন মাধ্যম থেকে এক যোগে আইএস কে দায়ী করা হয় ওরা নিজেরাই দায়িত্ব নিয়েছে সেই বরাত দিয়ে। তবে যে আইএসের প্রতীক ব্যবহার করা হয়েছে সেটা ওরা অনেক দিন থেকেই ব্যবহার করে না। তাই এটা আইএস করেছে নাকি ইউক্রেনকে আড়াল করার জন্য পশ্চিমা বিশ্বের প্রচেষ্টা সেটা ভাবার বিষয়। এছাড়া ৪ জন সন্ত্রাসী ও তাদের আরও ৭ জন সহযোগী ধরা পড়েছে ব্র্যানস্কে ইউক্রেনে পালানোর পথে। মধ্য এশিয়ার ওরা স্বীকার করেছে যে প্রত্যেকে ৫ লাখ রুবলের বিনিময়ে ওরা এতায় রাজী হয়েছে। অর্ধেক টাকা ওদের কার্ডে জমা হয়েছে। বাকিটা এরমধ্যে দেবার কথা ছিল। তবে ওদের যোগাযোগ হয়েছে টেলিগ্রাম কানালে। এছাড়া মনে রাখতে হবে যে ইউক্রেনে এখন সিআইএ ও মি৬ এর সরাসরি হস্তক্ষেপ ছাড়া কিছুই হয় না। বুচা সহ অনেক ঘটনায় যে মি৬ জড়িত ছিল এটা এখন জলের মত পরিষ্কার। এছাড়া অনেক আমেরিকান পর্যবেক্ষক এর পেছনে সিআইএ ও মি৬ এর হাত দেখছে। আসলে এখন পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা ও ব্রিটেন চায় না যুদ্ধ বন্ধ হোক, তারা বার বার শান্তি চুক্তির সম্ভাবনা ভন্ডুল করে দিচ্ছে। তবে এখনও কোন সিদ্ধান্তে পৌঁছুন খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। লোকজন যখন সত্য উদ্ঘাটন করতে না চায় তখন তাড়াহুড়ো করে কাউকে দোষী সাব্যস্ত করে। এই ঘটনার শাস্তির জন্য কোন সময়সীমা নির্ধারিত থাকবে না, এর মানে যেখানেই হোক, যখনই হোক, সবাইকে শাস্তি দেয়া হবে। এক্ষেত্রে কে কোন দেশের, তাদের পেছনে কে দাঁড়িয়ে সেটা বিবেচনায় আনা হবে না বলে পুতিন ঘোষণা করেছেন। এর আগে মারগারিতা সিমোনিয়ান এর আগে ১৪৩ জন মারা গেছে বলে লিখেছিল, সর্বশেষ সরকারি হিসেবে সেটা ১৩৩ জন বলে জানাচ্ছে এখানকার প্রচার মাধ্যম। আজ সারাদিন রাশিয়ার বিভিন্ন শহরে ও অন্যান্য দেশেও মানুষ ফুল আর খেলনা রেখে ক্রকুসে ক্ষতিগ্রস্থদের পরতি সমবেদনা জানাচ্ছে। ঠাণ্ডা ও বৃষ্টির মধ্যেও লাইনে দাঁড়িয়ে লোকজন রক্ত দিচ্ছে। এবার রাশিয়ার কোন ভোট কেন্দ্রেও এত বড় লাইন দেখা যায়নি যতটা রক্ত দেবার জন্য। সরকার এই ঘটনার মৃতদের পরিবারের প্রতি ৩০ লাখ, যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদের জন্য ১০ লাখ ও যারা সাথে সাথে চিকিৎসা নিয়েছিল তাদের জন্য ৫ লাখ রুবল করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
দুবনা, ২৩ মার্চ ২০২৪
দুবনা, ২৩ মার্চ ২০২৪
Comments
Post a Comment