প্রায়োরিটি

মানুষ খেতে পারছে, একজনও না খেয়ে মরেনি। ঠিকই তো। লঞ্চ ডুবে মারা যাক, আগুনে পুড়ে মারা যাক, দুর্ঘটনায় মারা যাক - সেটা কোন ফ্যাক্টর নয়। আসল কথা মরার আগে সে পেট ভরে খেয়ে মরেছে। 

পুরানো এক চুটকি মনে পড়ল। রুগী মরে যাবার পর ডাক্তার এলেন। এসেই রুগীর আত্মীয়াকে প্রশ্ন করলেন

যে ওষুধগুলো দিয়েছিলাম রুগীকে খাইয়েছিলেন?
হ্যাঁ ডাক্তার সাহেব। ঠিক যেভাবে বলেছেন সেভাবেই খাইয়েছি।
ওষুধ খেয়ে রুগী ঢেকুড় তুলেছিল?
তুলেছিল ডাক্তার সাহেব।
খুব ভালো। খুব ভালো। ঠিক আছে আজ উঠি তাহলে। 
কিন্তু রুগী যে মারা গেল?
হ্যাঁ, কিন্তু মৃত্যুটা ততটা পীড়াদায়ক হয়নি যতটা হত ওষুধ না খেলে। সুস্থ ভাবে, শান্তিতে মরাটাও খুবই গুরুত্বপূর্ণ। চলি!

মস্কোর পথে, ০৩ মার্চ ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন