ওজন
আমি প্রায় সব সময়ই কিছু না কিছু নিয়ে ভাবি বা বলা চলে উড়ে বেড়াই। এটা যতটা না একাগ্রতা তারচেয়ে বেশি অন্যমনস্কতা। ভোলগায় বা সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে কয়েক দেখা গেল গ্রামে স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এলাম বা কোন একটা অংকের সমস্যা নিয়ে কারো সাথে কথা বললাম। মিনিটের মধ্যে মনে মনে সারা পৃথিবী ঘুরে আসি। কত লোকের সাথে যে কথা বলি। সেটা প্রায় সব জায়গায়। সেদিন এ রকম ভাবতে ভাবতে হাঁটছি। সামনে বরফ গলা জল জমে আছে। আমি দেখলাম, কিন্তু কে জানে কেন, মনে হল আমি জলের উপর দিয়ে ঠিক হেঁটে যেতে পারব। গেলাম বটে। তবে প্রায় শূন্য ডিগ্রী তাপমাত্রার জল পায়ে বেশ জোরেশোরেই কামড় দিল। হয়তো ভেবেছিলাম যীশুর সাথে একই দিন যখন জন্ম আমিও তাঁর মত জলের উপর দিয়ে হেঁটে যেতে পারব। সে গুড়ে বালি। অবশ্য পা ভেজায় অসুস্থ হবার আশঙ্কা থাকলেও ভালোই লেগেছে। বন্ধুরা আমাকে ওয়েটলেস বলেই জানে। পা ভিজিয়ে প্রমাণ পেলাম এই বাজারে আমারও কিছু ওজন আছে।
দুবনা, ২৪ মার্চ ২০২৪
Comments
Post a Comment