নিরপেক্ষতা
আমরা প্রায়ই রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হবে কি না সে নিয়ে বিতর্ক করি। একদল চায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অন্যদল রাষ্ট্রকে টুপি দাড়ি বা গেরুয়া টিকি পরিয়ে ধার্মিক বানাতে চায়। রাষ্ট্র ধার্মিক হলে তা আনেকটা মসজিদ বা মন্দির হয়ে যায়, সেখানে ভিন্নধর্মী কারো প্রবেশাধিকার থাকে না। তখন এই লোকগুলো কী করবে? তাই সমস্ত নাগরিকের মৌলিক অধিকারের কথা চিন্তা করলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ হওয়াই বাঞ্ছনীয়। তবে রাষ্ট্রকে শুধু ধর্মনিরপেক্ষ হলেই চলবে না, তাকে সবার আগে দলনিরপেক্ষ হতে হবে। রাষ্ট্রের নিরপেক্ষতা মানে কারোও প্রতি পক্ষপাতিত্ব না করা। কিন্তু আমাদের দেশে সরকারি দলের কর্মীরা রাষ্ট্র থেকে বেশি সুযোগ সুবিধা পায় আর সেটাই প্রাথমিক ভাবে বৈষম্যের জন্ম দেয়। বিরোধী আসনে থাকার সময় প্রতিটি দলই চায় রাষ্ট্র যেন দলনিরপেক্ষ হয় যদিও ক্ষমতায় গেলে তা ভুলে যায়। তবে অনেক দল কোন অবস্থাতেই ধর্মনিরপেক্ষতা চায় না। আর যারা চায় না তারা কখনো নিরপেক্ষ নয়, তাদের মুখে ন্যায়ের বাণী আসলে প্রতারণা।
দুবনা, ১৮ ডিসেম্বর ২০২৫
Comments
Post a Comment