শান্তি

রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ করেছে। ঠিক রাশিয়ানরা নয়, রাশিয়ান নেকড়ে বাহিনী। ফিনরা বলছে পূব দিক মানে রাশিয়া থেকে নেকড়েরা দল বেঁধে গিয়ে নাকি সান্তা ক্লাউসের হরিণ খেয়ে ফেলছে। আচ্ছা, প্রকৃতি যখন তোমাদের বিরুদ্ধে তখন কোন আক্কেলে তোমরা রাশিয়ার সাথে লাগতে আস?

কিছু দিন আগেও ফিনল্যান্ড ছিল নিরপেক্ষ দেশ। রুশ দেশ থেকে স্বল্প মূল্যে কাঁচামাল কিনে শিল্পে বানিজ্যে উন্নতি করে, দেশের মানুষকে স্বর্গ সুখে রাখে। এখন নিজেরাই সব সম্পর্ক ছিন্ন করে বেকার বাহিনীর জন্ম দিচ্ছে। প্রথম বিশ্বের অন্যতম ধনী দেশ। লোকজন শিক্ষিত। প্রচলিত অর্থে ধর্মীয় উন্মাদনা নেই। কিন্তু নিও লিবারেলিজমের ধর্মে দীক্ষিত এলিটরা আজ সমস্ত পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। লিবারেল মানে তো উদারপন্থী যারা অন্যের মতামতকে সম্মান করতে জানে বা জানার কথা। এ কোন লিবারেল এখন বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে যে কোন রকম ভিন্ন মত সহ্য পর্যন্ত করতে পারছে না? নিও লিবারেলিজম আধুনিক কালের মহা শান্তির ধর্ম।

দুবনা, ২৪ ডিসেম্বর ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু