অসুখ

বাংলাদেশ অসুস্থ। এই অসুখের নাম কালেক্টিভ ম্যাডনেস বা সামষ্টিক পাগলামি। দিন দিন আরও বেশি লোক এতে আক্রান্ত হচ্ছে। যারা হচ্ছে না তারা ভয়ে নিজেদের চার দেয়ালের মধ্যে আটকে রাখছে, অর্থাৎ কোন ধরনের সমালোচনা, প্রতিবাদ বা প্রতিরোধ থেকে নিজেকে বিরত রাখছে। প্রতিষেধক এই ভ্যাকসিনের অনুপস্থিতিতে রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিটি মানুষ যাকে ধর্মীয়, মানসিক বা কোন না কোন ভাবে মূল স্রোতের অংশ বলে গণ্য করা হয় না, নিজেকে অনিরাপদ মনে করছে। আর এসবই হচ্ছে রাষ্ট্রীয় অনুমোদনে, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায়। যারা ভাবছেন বাংলাদেশ কখনোই ইরান বা আফগানিস্তান হবে না, তারা ভেতর থেকে টের পাচ্ছেন না দেশ কবেই ইরান বা আফগানিস্তান হয়ে গেছে। সব কিছুর শুরু মবের মাধ্যমে ভিন্ন মতকে দমন করে, কারণ তাহলে কাউকে জবাবদিহি করতে হয় না। আমরা এখন যাকে বলে ইনকুবেশন পেরিওডে আছি। রোগের জীবাণু শুধু প্রবেশ করেনি, সারা শরীরে ছড়িয়ে পড়ছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে রোগের চিহ্ন স্পষ্ট। কিন্তু কি এক অজ্ঞাত কারণে সেটা স্বীকার করার সৎ সাহস হারিয়ে ফেলেছে দেশ ও জাতি।

মস্কো, ২২ ডিসেম্বর ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু