রঙিন

আজ ইউনিভার্সিটিতে আসছি পরীক্ষা নিতে। ট্রাম থেকে নেমে দাঁড়িয়ে আছি গ্রীন সিগন্যালের অপেক্ষায়। 
- আমি গত শনিবার ভার্সিটির সামনে পড়ে গেছি।
পেছনে এক আফ্রিকান ছেলে বলছে এক রুশ মেয়েকে। মনে হয় ক্লাসমেট ওরা। শীতকালে রাশিয়ায় পড়াটা কমন ব্যাপার। আমি নিজেই গতকাল রেড স্কয়ারে পড়ে গেছিলাম। ভাগ্যিস ক্যামেরা সামলাতে পেরেছিলাম।
- ব্যথা পেয়েছিলে? মেয়েটি জিজ্ঞেস করল।
- প্রচন্ড ব্যথা পেয়েছি।
- কালসিটে আছে?
- ওটা কি?
- ঐ যে কালো বা নীলচে বা বেগুনি দাগ?
- ওসব আমার হয় না।
এরমধ্যে গ্রীন সিগন্যাল জ্বলে উঠবে। আমি দ্রুত পায়ে ভার্সিটির দিকে রওনা দেব। মনে পড়বে এক শ্বেতাঙ্গ ছেলের প্রতি তার আফ্রিকান বন্ধুর সেই বিখ্যাত উক্তি 
- এই দেখ তুমি এখন ধবধবে সাদা, রাগলে, লজ্জা পেলে বা ড্রিংক করলে লাল, ঠান্ডা লাগলে বা মরে গেলে নীল, ভয় পেলে ফ্যাকাশে, চোট পেলে বেগুনী, জন্ডিস হলে হলুদ আর আমি শীত নেই বর্ষা নেই সবসময় কালো। অথচ তোমাদের চোখে আমি কালারড বা রঙিন।

কতই রঙ্গ দেখি দুনিয়ায়!

মস্কো, ২৯ ডিসেম্বর ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু