সমস্যা

বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ও নেতাদের অন্যতম প্রধান সমস্যা হল জনগণের পালস সঠিক ভাবে পড়তে না পারা। প্রগতিশীল ও বামপন্থীরা ধর্মকে মানব মুক্তির অন্যতম প্রধান বাধা মনে করে ধর্মের বিরোধিতা করে, ডানপন্থীরা ধর্মকে ক্ষমতায় উত্তরণের একমাত্র পথ ভেবে ধর্মকে প্রমোট করে। অথচ দেশের মানুষ চায় শান্তি, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও কাজের নিশ্চয়তা। শাহবাগ, নিরাপদ সড়ক বা চব্বিশের আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাই প্রমাণ করে। যদি ধর্ম জনগণের রাজনৈতিক জীবনে এতটাই গুরুত্বপূর্ণ হত তাহলে জামায়াত বা হেফাজত নির্বাচন করেই ক্ষমতায় আসতে পারত। সেই বিবেচনায় শেখ হাসিনার হেফাজতকে তোষামোদ বা মদিনা সনদে বা তারেক জিয়ার নবীর পথে দেশ শাসনের ঘোষণা তাদের রাজনৈতিক অদূরদর্শিতার কথাই বলে। না হাসিনা না তারেক - কারোই আগ বাড়িয়ে ইসলাম প্রমোট করার প্রয়োজন ছিল না, কারণ এসব কথা দেশের অন্যান্য নাগরিকদের প্রতি তাদের দায়িত্বহীন মনোভাব প্রকাশ করে ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকার সম্পর্কে প্রশ্নের জন্ম দেয়।

দুবনা, ২৭ ডিসেম্বর ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু