কে?

অষ্ট্রেলিয়ায় ইহুদি হত্যা নিয়ে বিভিন্ন লেখা দেখলাম। সন্দেহ নেই যে এটা সন্ত্রাসবাদী আক্রমণ ও জিহাদীদের কাজ। আক্রমণকারী বাবা ও ছেলে। তারা পাকিস্তানি বংশোদ্ভূত। 

নব্বইয়ের দশকে যখন রাশিয়ায় প্রায়ই হত্যাকাণ্ড সংঘটিত হত কিলারের পাশাপাশি আরেকটি শব্দ শোনা যেত - এই হত্যার কাস্টমার কে? কার আদেশে, কার অর্থায়নে বা অনুপ্রেরণায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে? বিশ্বব্যাপী আজ যে ইসলামিক জিহাদী আদর্শের বাম্পার ফলন তার পেছনে রাষ্ট্রীয় আশির্বাদ আছে। এবং এই রাষ্ট্রগুলোর নাম গোপন নয়। যদিও ইরান, আফগানিস্তান, পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়, উগ্র ইসলামিক আদর্শ বিস্তারে তুরস্ক, সৌদি আরব ও কাতারের ভূমিকা কম নয়। আন্তর্জাতিক কমিউনিটি যতদিন না উগ্র ইসলামিক আদর্শ প্রচারের জন্য অর্থায়ন বন্ধ করার জন্য এসব দেশের উপর চাপ সৃষ্টি করবে ততদিন এ ধরনের খুন ঘটতেই থাকবে।

মস্কো, ১৫ ডিসেম্বর ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু