তেল
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল মেরেছে। আমার ধারণা ছিল তেল মারায় বাঙালিদের একচেটিয়া অধিকার। তাই ভাবতেই অবাক লাগছে যে ট্রাম্প মাডুরাকে তেল মারতে পারে!
প্রশ্ন এই তেলমারা কে কাকে শিখিয়েছে। বর্তমানে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে দা কুমড়া সম্পর্ক দেখে মনে সেটা আওয়ামী লীগ ও বিএনপির সাপে নেউলে সম্পর্কের মার্কিন ভার্সন। হান্টারকে ঘিরে বাইডেনের স্বজনপ্রীতি ও দূর্নীতি বাংলাদেশ থেকে আমদানি করা মনে হয়। তাই তেলমারা যদি বাংলাদেশী অরিজিন হয় অবাক হবার কিছু থাকবে না।
তবে ট্রাম্প বাঙালি নন, তাই তেলের সাথে বোমা মারছেন দেদারসে। ছাব্বিশের নোবেলটা ফস্কে না গেলেই হয়!
দুবনার পথে, ১৫ ডিসেম্বর ২০২৫
Comments
Post a Comment