ক্রিকেটদ্রোহী
নগর যখন পুড়ে ছারখার তখন দেবালয় দিয়ে কী হবে? হ্যাঁ, ক্রিকেটের কথা বলছি। এই যে আমরা মানসম্মানের প্রশ্ন তুলে বিশ্ব কাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রায় অসম্ভব করে তুললাম – তারা কি কখনও যারা খেলে – সেই ক্রিকেটারদের কথা ভেবেছি। আমার আপনার জন্য এটা মানসম্মান, ওদের জন্য এটা রুটি রুজি। ফিজকে যখন কেকেআর বাদ দিল, তখন নিশ্চয়ই চুক্তি অনুযায়ী সেখানে কম্পেনসেসনের ব্যবস্থা ছিল। ফিজ চাইলে কেকেআরএর বিরুদ্ধে লড়তে পারত আর বিসিবি তাকে নৈতিক ও আইনি সাহায্য দিতে পারত। কিন্তু তারা কি করল? ভারতে বিশ্ব কাপ খেলব না বলে হুঙ্কার ছাড়ল। কয়েক দিন আগে বিগ বাশ লীগে স্মিথ বাবরকে একটি সিঙ্গেল দিতে অস্বীকার করে। এটা কম লজ্জার বিষয় ছিল না বাবরের জন্য। অনেক জল ঘোলা হয়েছে। কিন্তু পিসিবি কি কোন কথা বলেছে? বিসিবি বা বাংলাদেশ সরকার যদি ক্রিকেটারদের স্বার্থ নিয়ে ভাবত তাহলে আজ বিশ্ব কাপে অংশগ্রহণ প্রশ্নের মুখোমুখি করত না। ক্রিকেট এখন শুধু আবেগ নয়, এটা হাজার হাজার তরুণ তরুণীর জীবনে প্রতিষ্ঠা পাওয়ার একমাত্র উপায়। জাতীয় দলে অনেক খেলোয়াড় আছে যাদের আর কোন ভাবেই লাইম লাইটে আসার সুযোগ ছিল না। আমাদের উপমহাদেশে হাজার হাজার, যদি লাখ লাখ না হ...