দা, নিয়েৎ - দানিয়েৎ

বাংলাদেশের রেফারেন্ডাম নিয়ে অনেকেই বলছে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। আমার ধারণা এটা অন্যায় আবদার। কারণ গণভোট হয় বিরোধীদের না হয় সরকারের উদ্যোগে আয়োজিত হয়। তাই সরকারকে এর পক্ষে বা বিপক্ষে বলতেই হবে। সরকার নিরপেক্ষ বিচারক নয়, একটা পক্ষ। মনে পড়ে ২৯৯৩ সালে সংবিধান ও পার্লামেন্টের ভূমিকার প্রশ্নে রাশিয়ার গণভোটের কথা। প্রেসিডেন্ট ইয়েলৎসিন একদিকে অন্যদিকে রুশ পার্লামেন্ট গস দুমা। চারটি প্রশ্নে জনগণ ভোট দেয়। ইয়েলৎসিনের শ্লোগান ছিল দা, দা, নিয়ে, দা মানে হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ। রুৎস্কোই ও হাজবুল্লাতভের নেতৃত্বে বিরোধীদের শ্লোগান ছিল তার উল্টোটা নিয়েৎ, নিয়েৎ, দা, নিয়ে বা না, না, হ্যাঁ, না। তাই সরকার যদি দেশে ঢালাও ভাবে হ্যাঁ এর পক্ষে বলে বিরোধীদের একযোগে না এর পক্ষে নির্বাচনী প্রচার করতে হবে। যতদূর মনে পড়ে, সব দল বলেছিল সংবিধানের সংশোধনের বিষয় নবনির্বাচিত পার্লামেন্টের উপর ছেড়ে দিতে। সরকারি চাপে ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করলেও মতৈক্যে পৌঁছুতে পারেনি। এখন তারা না ভোট দিয়ে উড়ে এসে জুড়ে বসা সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ নাকচ করে দিতে পারে আর নবনির্বাচিত সংসদ পরবর্তীতে সেই উদ্যোগ নিতে পারে।

দুবনা, ১৬ জানুয়ারি ২০২৬


Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু