ভোট
সোভিয়েত ইউনিয়নে আর্মেনিয়ান রেডিও বলে এক হিউমারিস্টিক প্রোগ্রাম ছিল। সেখানে শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করত আর রেডিও থেকে তার উত্তর দেয়া হত। এক শ্রোতার প্রশ্ন ছিল
- যদি কেউ ধর্ষণ করতে চায় তাহলে কি করা উচিৎ।
উত্তর
- যদি এড়ানো সম্ভব না হয় তবে উপভোগ করা।
আপাত দৃষ্টিতে এটাকে একটি স্থূল চুটকি মনে হতে পারে। তবে সোভিয়েত ইউনিয়নে বাকস্বাধীনতা ছিল সীমিত তাই এরকম সাংকেতিক ভাষায় মানুষ বিভিন্ন কথা বলত। এই চুটকির একটা অর্থ হল - যদি সরকারি আদেশ অমান্য করা না যায় তবে সেটাকে যতদূর সম্ভব নিজের কাজে লাগানো উচিত।
দেশের নির্বাচনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বলতে হয় যদি গণভোট বাতিল করতে না পারা যায় তাহলে তাতে অংশগ্রহণ করে নিজের পছন্দের ভোট দেয়াটাই শ্রেয়।
দুবনা, ২২ জানুয়ারি ২০২৬
Comments
Post a Comment