ফিজ
কেকেআর মুস্তাফিজুর রহমানের সাথে চুক্তি বাতিল করল। করল বাধ্য হয়ে। এটা নিঃসন্দেহে দুঃখজনক। ফিজের জন্য, ক্রিকেট প্রেমীদের জন্য, খেলার জন্য। তবে সার্বিক নিরাপত্তার জন্য এই পদক্ষেপ সঠিক বলেই মনে হয়। সেটা কেকেআর ও বিসিসিআই দুই পক্ষ থেকেই। স্বীকার করি বা না করি বর্তমান কালের অনেক ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ক যারপরনাই খারাপ করেছে। সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় তা হল দুই দেশের মানুষের মধ্যে তিক্ততা বেড়েছে। শেষ কয়েকটি হত্যা ও লাশ পোড়ানোর ঘটনা বাংলার বাইরেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এতে যদিও ভারতীয় বাঙালিদের প্রতি হিন্দি ভাষাভাষীদের মনে সহানুভূতির সৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের মানুষের প্রতি আক্রোশ বাড়বে। এমতাবস্থায় যদি কেউ কোন ভাবে ফিজকে টার্গেট করে তার প্রতিক্রিয়া হবে সুদূরপ্রসারী। চাইলেই প্রতিটি দর্শকের সাথে একজন করে পুলিশ রাখা যাবে না আবার ফিজকেও পুলিশের বেষ্টনীতে রেখে খেলানো যাবে না। সারা বিশ্বের ধূলাবালি ঝেঁটিয়ে বিদায় করার চেয়ে পা কে জুতাবন্দি করা সহজ, সুলভ ও বুদ্ধিদীপ্ত। মাল্টিমিলিয়ন ডলারের ইভেন্টে আবেগ নয় হিসাব অনেক বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর। তাছাড়া এখন ভারতের মাটিতে খেলতে গিয়ে ফিজ নিজেও বাড়তি মানসিক চাপের মধ্যে পড়তে পারত যা তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে পারত।
মস্কোর পথে, ০৪ জানুয়ারি ২০২৬
Comments
Post a Comment