প্রশ্ন
ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কালা কায়াসের মতে গ্রীন ল্যান্ডকে ঘিরে ইউরোপ আর আমেরিকার বিতর্কে সবচেয়ে খুশি ও লাভবান হচ্ছে রাশিয়া আর চীন। এটা শুনে আমার দেশের কথা মনে হল। দেশের যেকোন সমস্যায় সরকার ও বাম দলগুলো ভারত আর আওয়ামী লীগের দিকে আঙুল তুলে। কিন্তু রাশিয়া বা চীনের কথাই হোক আর ভারত বা আওয়ামী লীগের কথাই হোক - এদের যদি লাভ হয়েও থাকে তা হচ্ছে ইউরোপ-আমেরিকা বা আমাদের সরকার আর বামদের ব্যর্থতায়। নিজেরা ভুল না করলেই তো হয়। এই প্রসঙ্গে আরও একটা মিল দেখা যায় ইউরোপ আর বাংলাদেশের মধ্যে। রাশিয়া কখনও ইউরোপ আক্রমণ করার কথা বলে না, অথচ ইউরোপ কাল্পনিক রুশ আক্রমণ ঠেকাতে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে আর সেজন্য মহিলাদের প্রশিক্ষণে ডাকছে যাদের অনেকেই টিজিং এর শিকার হচ্ছে। একই ভাবে ভারতীয় আগ্রাসনের কথা বলে বাংলাদেশে অনেকেই যুদ্ধের প্রস্তুতি নেবার কথা বলছে। টিভিতে যুদ্ধ দেখা আর বাস্তবে যুদ্ধ করা দুটো ভিন্ন ব্যাপার। আর হার জিত যাই হোক যুদ্ধ সমাজে যে বিরাট ক্ষত রেখে যায় তা থেকে সহজে মুক্তি মেলে না। একাত্তরের মুক্তিযুদ্ধের ক্ষত পাকিস্তান তো বটেই, বাংলাদেশ আজও কাটিয়ে উঠতে পারেনি বলেই মনে হয়। কায়াস, ইউনূস এরা না হয় একই স্কুলের ছাত্রছাত্রী কিন্তু মস্কোর কমসোমল বা পার্টি স্কুলে পড়াশোনা করা লোকজন তাদের সাথে গলা মেলায় কেন সেটাই প্রশ্ন।
দুবনা, ২০ জানুয়ারি ২০২৬
Comments
Post a Comment