ফিজ চুক্তি
ফিজের চুক্তি বাতিল নিয়ে জল ঘোলা করেই চলছে। আর সবচেয়ে বেশি করছে আসিফ নজরুল। অথচ এই লোক যদি তার নিজের চরকায় ঠিকঠাক তেল দিত, মানে যারা বিগত কয়েকদিনে বিনা উস্কানিতে কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে হত্যা ও তাদের দেহে অগ্নিসংযোগ করেছে, তাদের বিচারের আওতায় আনত তাহলে জল এতদূর গড়াত না। ভারতে সাধারণ মানুষের ক্ষোভের মূল কারণ সংখ্যালঘু হত্যা ও সরকারের নির্বিকার ভূমিকা। আর এই জনরোষ শেষ পর্যন্ত বাধ্য করেছে বিসিসিআই ও কেকেআর এর উপর চাপ সৃষ্টি করতে। এই চাপটা শুধু মৌলবাদীদের পক্ষ থেকেই ছিল না, বহু ভারতীয় ক্রিকেটার যারা সব সময় নিজেদের রাজনীতির ঊর্ধ্বে উঠিয়ে রেখেছে, তারাও বাংলাদেশে এই হত্যার নিন্দা করেছে এবং চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। আপনাদের ক্ষোভের কারণ যেমন ফিজের চুক্তি বাতিল, চুক্তি বাতিলের কারণ তেমনি এসব হত্যাকাণ্ড। আগে নিজের ঘর ঠিক করুন দেখবেন অন্যেরা তাহলে অবহেলা করবে না। শুরুটা নিজেকে দিয়েই হোক।
মস্কো, ০৫ জানুয়ারি ২০২৬
Comments
Post a Comment