শাঁখের করাত

সব সমস্যারই সমাধান আছে। কোন কোন সমস্যার একাধিক সমাধান থাকে। সেক্ষেত্রে চেষ্টা করতে হয় সেই সমাধানটি বেছে নিতে যেটা তুলনামূলক কম ক্ষতিকর। কিন্তু অবস্থা দেখে মনে হয় বর্তমান সরকার সবসময় দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর সমাধান বেছে নেয়। এটা এখন প্যাথোলজিক্যাল ব্যাপারে পরিণত হয়েছে। 

যদি রাজনৈতিক পরিস্থিতির কথা বলি ৫ আগস্ট সরকার পতনের পরে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার একটি সুবর্ণ সুযোগ ছিল। দেশের মানুষ ফ্রি ও ফেয়ার ইলেকশনের জন্য উদগ্রীব ছিল। কিন্তু প্রতিহিংসা যখন রোড ম্যাপ হয়, তখন সঠিক পথ প্রায়ি নাগালের বাইরে চলে যায়। ফলাফল - আজ সর্বত্র অরাজকতা, মবের মুল্লুক আজ বাংলাদেশ। ক্রিকেট নিয়ে আজ যে অবস্থা তার জন্য সরকারের এই নীতিই দায়ী। অন্য দেশের একটি আভ্যন্তরীণ টুর্নামেন্টকে ঘিরে যে নাটক করা হল সেটা কার স্বার্থে? দেশ কি কখনও দেশের ক্রিকেটারদের পেছনে দাঁড়িয়েছে? এমন কি দুদিন আগেও ক্রিকেটারদের অপমান করা হয়েছে। সেটাই যদি হয় তাহলে ফিজকে ঘিরে কেন এই রাজনীতি? মনে হয় দেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্যই শুরু থেকেই সব দরজা বন্ধ করে দেয়া হয়েছিল। কারণ আমরা যে অবস্থার মুখোমুখি এখন দাঁড়িয়েছি তাতে যেকোনো সিদ্ধান্তই দেশের জন্য ক্ষতিকর। শাঁখের করাত হয়তো একেই বলে।

দুবনা, ২১ জানুয়ারি ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু