উন্নয়ন


সোভিয়েত আমলে আমরা দেশে ফিরতাম এরফ্লতের বিমানে। তখন এরফ্লত খুব জনপ্রিয় ছিল সস্তা বলে। লন্ডন থেকে যাত্রী বোঝাই হয়ে আসত। ফলে মস্কোয় টিকেট পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার। সে সময়ে আমি বার তিনেক দেশে যাই। প্লেনে উঠলেই লন্ডনের যাত্রীদের সিলেটি ভাষা আসত কানে। পান জর্দা দেওয়া নেয়া। মনে হত দেশের কোন মেলায় বসে আছি। কখনও আশে পাশে বসত লন্ডন থেকে আসা কোন টিন এজার অথবা আমাদের বয়সী কেউ। চোস্ত ইংরেজিতে কথা বলছে। জামায় কাপড়ে যাকে বলে বিলেতি সাহেব। কিন্তু আসল ব্যাপারটা ঘটত দেশে ল্যান্ড করার একটু আগে। ইতিমধ্যে আমাদের হাতে কাস্টমসের ডিক্লিয়ারেশন ফর্ম দিয়ে গেছে। সেটা পূরণ করছি। এমন সময় পাশের (সামনে অথবা পেছনের) সীট থেকে বলতে শুনতাম
ভাই, ফর্মটা একটু ফিল আপ করে দেবেন।
আপনার কলম দরকার? - তার দিকে কলম এগিয়ে দিতাম।
না, মানে লেখাপড়াটা শেখা হয়নি।
আমার চোখে বিস্ময়। অনর্গল ইংরেজিতে কথা বলে যাচ্ছে অথচ লেখাপড়া জানে না।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আর একই সাথে শিক্ষক অবমাননা, ভাষা, শিক্ষা, সংস্কৃতির প্রতি অধিকাংশ মানুষের মনোভাব দেখে আমার প্রায়ই লন্ডন ফেরত এসব টিন এজারদের কথা মনে পড়ে।

দুবনা, ১০ জুলাই ২০২২




Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন