বিজনেস

আগে নাকি লোকজন বৃদ্ধ বয়সে সন্ন্যাসী হত। এর কি কোন ব্যাখ্যা আছে?
থাকবে না কেন? সব কিছুর মত এরও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। 
তাই? বলুন তো শুনি। 
বিজ্ঞান যুক্তির উপর দাঁড়িয়ে আছে, ধর্ম ভক্তির উপর। ধর্মের মূল কথা তর্ক না করে মেনে নেয়া। বয়স্ক লোক মানে স্বাভাবিক ভাবে বিবাহিত বা বিবাহিতা মানুষ। সংসার করতে গিয়ে স্বামী বা স্ত্রীকে এত বেশি অযৌক্তিক জিনিস মেনে নিতে হয় যে একটা বয়সে এসে দেখা যায় এরচেয়ে ধর্মের অযৌক্তিক অনুশাসন মেনে নেয়া শুধু সোজা নয়, অনেক ক্ষেত্রে অনেক বেশি প্র্যাকটিক্যাল। কারণ স্বামী বা স্ত্রীর অযৌক্তিক দাবী মেনে স্ত্রী বা স্বামীকে এই জগতেই নরক যন্ত্রনা ভোগ করতে হয়, অন্যদিকে ধর্মের অযৌক্তিক অনুশাসন মেনে ভগবানে বিশ্বাস করলে স্বর্গ লাভের একটা ক্ষীণ সম্ভাবনা থেকেই যায়। চতুর মানুষ তাই বৃদ্ধ বয়সে সন্ন্যাসী হয়। বিজনেস। সিম্পলি বিজনেস। রিলিজিয়ন ইজ অলসো এ বিজনেস ইন কসমিক স্কেল। 

দুবনা,৩১ জুলাই ২০২২


Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা