গঙ্গা

ভোলগায় সাঁতার কাটতে গেলে প্রায়ই গঙ্গার কথা শুনতে হয়। এই তো আজ এক ভদ্রলোক বললেন 
- গঙ্গার (ওরা বলে গাঙ্গ) তুলনায় ভোলগার তীর তো যাকে বলে রেসোর্ট। 
আমি সম্মতি জানাই। 
- টিভিতে দেখায়। প্রচণ্ড নোংরা জল গঙ্গার। 
আমি হেসে বলি 
- গঙ্গার আর দোষ কি? সে কোটি কোটি মানুষের সব পাপ ধুয়ে নিজের বুকে ধারণ করে। ভোলগা যেদিন তোমাদের পাপ ধুতে শুরু করবে দেখবে এখানেও জল কি রকম নোংরা হয়ে গেছে।  

দুবনা, ২৪ জুলাই ২০২২


Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা