ধারণ করুন কিন্তু ধরে রাখবেন না

পরিচয় কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন


মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক

অনেক সময় মনে হয় আমরা যারা (অতি) রবীন্দ্রপ্রেমী তারাই বার বার কবিকে তাদের লোক হতে দেইনি, দিচ্ছি না। রবীন্দ্রনাথের শিক্ষা, তাঁর আদর্শ যদি নির্বাচিত কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ না রেখে এ দেশের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া যেত তাহলে সমাজ আজ এতটা উগ্র হত না। রবীন্দ্রনাথ অনেক বড় মাপে মানুষ। তাঁকে চর্চা করুন তাহলেই হবে। তবে তাঁকে রক্ষা করার দরকার নেই। তিনি নিজেকে নিজেই রক্ষা করতে পারবেন যদি আমরা সবাইকে নিজের নিজের মত করে রবীন্দ্রনাথকে ধারণ করতে দিই। আসুন আমরা রবীন্দ্রনাথাকে ধরে না রেখে ধারণ করি।

দুবনা, ২৮ জুলাই ২০২২



Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন