পরিবর্তন
যখনই আমেরিকায় আগ্নেয়াস্ত্র গর্জে ওঠে আর নিরীহ মানুষ এর শিকার হয় তখন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সবাই অস্ত্র নিয়ন্ত্রণের কথা বলে। একই সময় আমেরিকা সারা বিশ্বে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করে। পারস্পরিক নির্ভরশীল ও একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই বিশ্বের সর্বত্র নরক সৃষ্টি করে সেই নরকের মধ্যে ছোট্ট একটা স্বর্গ তৈরির স্বপ্ন দেখা আসলে নিজেদের ঠকানো। হাজার হাজার মাইল দূরে যুদ্ধের পক্ষে জনমত তৈরির জন্য নিজের দেশের মানুষকে উত্তেজিত করে তাদের কাছ থেকে সংযম আশা করা বোকামি নয় কি? শরীরের ব্যাধি সারানোর জন্য যেমন পরিবেশ বদল আবশ্যক দেশের আভ্যন্তরীণ অবস্থার পরিবর্তনের জন্য তেমনি পররাষ্ট্র নীতিতে পরিবর্তন অত্যাবশ্যক।
দুবনা, ১২ জুলাই ২০২২
Comments
Post a Comment